New Year -এর শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের, এখনি DOWNLOAD করুন Facebook, instagram, twitter Greetings, WhatsApp Status
২০২০- যেন বিষে বিষেই কাটলো। বছরের শুরু থেকেই শুরু হয় করোনার প্রাদূর্ভাব। আকার ধারণ করে মহামারীর।
শুধু ভারত নয়- সমগ্র বিশ্ব গ্রাস করে নেয় covid19 - অনেক প্রাণ অকালে হারিয়ে যায়। করোনার ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় স্বাস্থ্যবিধি মানার দিকে জোর দেওয়া হয়।
শারিরিক দূরত্ব বজায়, মাস্কের ব্যবহার, আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধোঁয়া বা স্যানিটাইজারের ব্যবহার। এই কয়েকটা বিষয়কে ঢাল হিসাবে ব্যবহার করে করোনার সাথে যুদ্ধে অবতীর্ণ হতে হয় সমগ্র বিশ্বকে।
অদৃশ্য এক মারণ ভাইরাস করোনা এখনো বশ্যতা মানেনি। কিন্তু সংক্রমণ ক্রমশ কমছে, সাথে সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে।
কিন্তু তবুও স্বস্তি নেই- করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে UK তে। ফলে আবারও আতঙ্ক তৈরি হয়েছে।
২০২০ মানেই করোনার বছর। এই বছরের সমস্ত গ্লানি মুছে ফেলে ২০২১ আমাদের বাঁচার জন্য সুস্থ পৃথিবী উপহার দেবে এই আশা সকলের।
২০২১ হোক করোনামুক্ত বিশ্ব ।
আসুন প্রিয়জনদের জানাই নতুন বছরের শুভেচ্ছা (greetings), facebook, whatsapp, instagram, twitter এ শেয়ার করি digital greetings, যথাসম্ভব শারিরিক দূরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি।
আরও গ্রেটিংস এর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করা জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊