ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে নতুন স্কলারশিপের সূচনা সোনু সুদের!



বলিউড অভিনেতা সোনু সুদ একজন সফল অভিনেতা হলেও আমরা তাকে বিভিন্ন রূপে দেখতে পাচ্ছি।মানুষের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াচ্ছেন।লকডাউনের সময় তাতে প্রচুর পরিযায়ী শ্রমিককে তিনি বাড়ী পাঠিয়েছে।এর ফলে উপকৃত হয়েছে প্রচুর পরিযায়ী শ্রমিক।

এবার এক নতুন দায়িত্ব নিলেন অভিনেতা সোনু সুদ। যারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন, যারা নিজের পায়ে দাঁড়িয়ে সাফল্যের চূড়ায় পৌঁছতে চান তাঁদের সেই স্বপ্ন সত্যি করার দায়িত্ব নিলেন এই অভিনেতা। 



সোনু সুদ লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন।এবার দুস্থ পরিবারের সন্তানদের আরও একবার স্বপ্ন দেখার সাহস জোগালেন সোনু সুদ। ডাক্তারি পড়ার সুযোগ করে দিতে নয়া উদ্যোগ নিলেন তিনি। ডাক দিলেন ‘সুস্থ দেশ’ গড়ে তোলার। ডাক্তারি পড়ার জন্য ৫ লক্ষ টাকার স্কলারশিপেরও বন্দোবস্ত করলেন তিনি।