Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদিমণির ভাষণে এগিয়ে বাংলায় বাকি সব জায়গায় পিছিয়ে বাংলায়: দিলীপ ঘোষ



দিদিমণির ভাষণে এগিয়ে বাংলায় বাকি সব জায়গায় পিছিয়ে বাংলায়: দিলীপ ঘোষ 

মেদিনীপুর থেকে সুজিত মণ্ডলের রিপোর্ট: 

ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ন্যাশনাল ফ্রন্ট অফ্ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (NFITU)ডাকে কলকাতার রাণী রাস মনি রোডে বিশাল শ্রমিক সমাবেশ হয়।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, NFITU এর রাজ্য সভাপতি অমিয় সরকার সহ বিভিন্ন জেলার নেতা নেত্রী রা।বন্ধ কারখানা খোলার দাবিতে ,শ্রমিকদের ন্যায্য দাবি মেটানো, সম কাজে সম বেতন,সরকারি দপ্তর গুলিতে শুন্য পদে কর্মী নিয়োগের দাবিতে এবং রাজ্য সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার প্রতিবাদে এই বিশাল জন সমাবেশ করা হয়।



এদিনের এই সভা থেকে ফের রাজ‍্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছেন আপার প্রাইমারি প্রার্থী ও প্রাইমারী প্রার্থীরা। তা নিয়ে রাজ‍্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, সবাই আন্দোলনে বসেছে। চাকরি মানে সিভিক পুলিশ ও পার্ট টাইম। 



এদিন দিলীপ ঘোশ আরও বলেন, পশ্চিমবঙ্গ পিছিয়ে। শুধু দিদিমণির ভাষণে এগিয়ে বাংলা বাকি সব জায়গায় পিছিয়ে বাংলা। ধর্ষণে এগিয়ে বাংলা, হিংসায় এগিয়ে বাংলা, খুন খারাপিতে এগিয়ে বাংলা। তিনি বলেন, ভারতীয় জনতার পার্টির সাথে হাত মিলিয়ে মোদীর নিউ ইণ্ডিয়ায় হাত মিলিয়ে সভাই কাঁধে কাধ মিলিয়ে বাংলায় পরিবর্তন করবো।
Posted by Sangbad Ekalavya on Wednesday, December 2, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code