একশতম কিষান রেলের যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী - পৌছাবে পশ্চিমবঙ্গে
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৮ ডিসেম্বর একশতম কিষান রেলের যাত্রা শুরু করবেন। ওই দিন বিকেল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রী পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করবেন বলে জানা গেছে।
ভারতে প্রথম কিষাণ রেল পরিষেবার সূচনা হয়েছিল চলতি বছরের ৭ আগস্ট দেভলালি থেকে দানাপুর পর্যন্ত। পরে তা মোজাফফরপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এই পরিষেবা চালু হওয়ায় কৃষকদের কাছ থেকে ভালই সাড়া পাওয়া গিয়েছিল। যে কারণে এই পরিষেবা সপ্তাহে একদিনের পরিবর্তে তিন দিন করা হয়।
২৮ ডিসেম্বর যে একশতম কিষান রেলের যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী-মহারাষ্ট্রের সাঙ্গলা থেকে পশ্চিমবঙ্গের শালিমারগামী, ওই ট্রেনটিতে বহুবিধ পণ্যসম্ভার থাকবে। যার মধ্যে থাকবে ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, মরিচ, সজনে ডাটা, পেঁয়াজের মত সবজির পাশাপাশি আঙ্গুর, কমলা, ডালিম, কলা, আপেলের মতো ফল। যাত্রাপথে বিভিন্ন স্টেশনে পচনশীল পণ্যের ওঠানো-নামানোর ক্ষেত্রে কোনো বাধকতা থাকবে না। ভারত সরকার ফলমূল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ ৫০ শতাংশ বাড়িয়েছে।
credit: pib
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊