৪০৭ গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক,আহত এক
SER-23,বাঁকুড়া,২ডিসেম্বর:
মালবাহী ৪০৭ গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাইকআরোহীর, আহত হলেন এক পুলিশ কর্মীও । বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর নাগাদ বাঁকুড়া-রানীগঞ্জ ৬০নং জতীয় সড়ক ধরে অমরকানন দিক থেকে একটি পণ্যবাহী ৪০৭গাড়ি দুর্লভপুর অভিমুখে যাওয়ার পথে, এবং অপর দিকে দুর্লভপুর দিক থেকে আসা একটি বাইকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় গঙ্গাজলঘাঁটি বাস স্ট্যান্ডের সামনে । ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন বাইকআরোহী।স্থানীয়দের চেষ্টায় বাইকারোহীকে অমরকানন গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে ঘাতক ৪০৭গাড়িটি মরিয়া হয়ে দুর্লভপুরের দিকে পলায়নের চেষ্টা করে , সেই সময় দেওলি মোড় ট্রাফিক গেটে ডিউটিতে ছিলেন গঙ্গাজলঘাঁটি থানার এক পুলিশ কর্মী । দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘাতক গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তিনিও গুরুতর ভাবে আহত হন । এবং সেখান থেকে আহত পুলিশ কর্মীকে চিকিত্সার জন্য দুর্গাপুরের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় । এবং পরক্ষণে ঘটনাস্থলের কিছু দুর থেকে ঘাতক ৪০৭ গাড়িটিকে উদ্ধার করে পুলিশ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊