একটানা ভারী তুষারপাতের জেরে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার!



জাপানে বেশ কয়েকদিন ধরে একটানা ভারী তুষারপাতের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। দেশটির নিগাতা ও গুনমা জেলায় তিনদিন ধরে ভারী তুষারপাতে জাপানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রয়টার্স সূত্র মারফত জানা গিয়েছে, জাপানের সেই এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে দিন কাটাচ্ছে প্রায় ১০ হাজার পরিবার। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা জরুরি বৈঠক ডেকেছেন।



জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, "বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে৷ এছাড়া এই দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে।" 

জাপানের আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের পূর্বাভাস দিয়েছে৷