আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর বনবস্তিতে দামসিবাদ খাসবস্তি এস এস কে প্রাইমারী স্কুলে শীত বস্ত্র বিতরণ করা হল বুধবার।
নূরপুর বনবস্তি বাসীদের জীবনযাপন বনের খড়ি ও সামান্য পশু পালনের ওপর নির্ভরশীল, কৃষি জমি পতিত হওয়ায় এবং বন্য পশুদের অত্যাচারে ফসল ফলাতে পারে না। অধিকাংশ অধিবাসীই ঠান্ডায় কষ্ট পায়।
এদিন আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের উদ্যোগে বনবস্তির শিশু থেকে বয়স্ক প্রায় ৩০০ জনকে বস্ত্র সরবরাহ করা হয়। বস্ত্র পেয়ে বাসিন্দাদের মধ্যে উষ্ণতার আনন্দ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন সংস্থার সচিব বাবুন দাস, সম্পাদক নবকুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊