ট্রাম্প নিজের দেশকে বাঁচাতে পারেনি, মোদী ভারতকে বাঁচিয়েছে, চাঞ্চল্যকর মন্তব্য নাড্ডার 


৭ই নভেম্বর শেষ দফার নির্বাচন বিহারে আর তাঁর আগে দ্বারভাঙায় নির্বাচনী প্রচারে যান বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করেন, করোনা পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন কিন্তু মোদী ব্যর্থ হননি। এই তীর্যক মন্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক মহল।


মার্কিন মুলুকে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। সময়ের তালে ধীরে ধীরে গণনায় পিছিয়ে পড়ছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প পিছিয়ে পড়ার পরই নাড্ডার এই মন্তব্য। মার্কিন মুলুকে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এবার কি-ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত আটকানোর বিষয়টি। ভাইরাস নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার কথা বারবার প্রচারে তুলে ধরেছেন জো বাইডেন।



নাড্ডার দাবি, "মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরিয়েছে। সেই ভোটের প্রচারে বারবার অভিযোগ উঠেছে, ট্রাম্প আমেরিকায় করোনা-পরিস্থিতি সামাল দিতে পারেননি। কিন্তু ১৩০ কোটির দেশকে বাঁচিয়েছেন নরেন্দ্র মোদি। কারণ তিনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। "