Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনিদ্রায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, এই সব খাবারে মিটতে পারে আপনার সমস্যা

 

pic source: healio

অনিদ্রায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, এই সব খাবারে মিটতে পারে আপনার সমস্যা 


রাতে ঘুম ঠিক ঠাক হয় না এমন লোক প্রচুর রয়েছে। পাশাপাশি অনিদ্রায় ভুগছেন এমন লোকেরও অভাব নেই। রিপোর্ট বলছে প্রতি তিনজনের মধ্যে একজন নিদ্রাহীনতার সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করলেও যেন ঘুম আসে না, এর কারণ হতে পারে রাতের খাবার ভুল নির্বাচন। আবার হতে পারে মদ খাওয়া আর মানসিক চাপ। অনেকেই রয়েছেন যাদের ছয় ঘণ্টার বেশি ঘুম হয়না। আলো নেভানোর পরেও না ঘুমিয়ে কিছু না কিছু ভাবনাচিন্তা করেন ৫৩ শতাংশ মানুষ। কিন্তু এমন বেশ কিছু খাবার যা রাতে দারুণ ঘুম দিতে পারে। সমস্যা মুক্ত হতে পারেন আপনি। 


এরকম কিছু খাবার 

  • কলা- কলায় থাকে ম্যাগনেসিয়াম। কলা পেশী শিথিল করে। সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

  • মধু- এক চামচ মধুতে যে পরিমাণ গ্লুকোজ থাকে তা মস্তিষ্কে ওরিসিনকে কমিয়ে দেয়। ফলে সহজে ঘুম আসে।


  • বাদাম- বাদামে রয়েছে ট্রাইটোফেন ও ম্যাগনেসিয়াম, যা স্বাভাবিকভাবে পেশী শিথিল করে, কমিয়ে দেয় স্নায়ুচাপ।

  • ওটস- ওটমিলের দানা ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয়, বাড়ায় ব্লাড সুগার। ওটস মেলাটোনিনেও ভরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code