মহান নভেম্বর বিপ্লবের ১০৩তম  বার্ষিকী পালন করল এসইউসিআই (কমিউনিস্ট) পার্টি

৭ই নভেম্বর ২০২০,কোচবিহার:

আজ মহান নভেম্বর বিপ্লবের ১০৩তম বর্ষপূর্তি পালন করা হয় এসইউসিআই (কমিউনিস্ট) পার্টি, কোচবিহারের পক্ষ থেকে।সকাল ৮টায় জেলা অফিসে পতাকা উত্তোলন করা হয় এবং মহান নভেম্বর বিপ্লবের রূপকার কমরেড লেনিন ও সংগঠক কমরেড স্ট্যালিন-এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ক্ষুদিরাম স্কোয়ারে গান-পাঠ-বক্তব্যের মধ্য দিয়ে ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 



এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শংকর গাঙ্গুলি এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড শংকর গাঙ্গুলি মহাশয়। 


নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়,৭ই নভেম্বর থেকে ১০ই নভেম্বর মহান নভেম্বর বিপ্লবের দুনিয়া কাপানো এই দশ দিন আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে পালন করব।