দীপাবলিতে সুচেতনার  অভিনব উদ্যোগ 



সুচেতনা-একটা সমাজ সেবামূলক সংস্থার শুভ সূচনা হলো শব্দবাজী-আতসবাজী দূরে রেখে মাটির প্রদীপ জ্বালানোর বার্তা দিয়ে। আজ বাসন্তিরহাটে কতিপয় তরুন-তরুনীর সম্মিলিত চেষ্টায় বাসন্তীরহাট বাজারে সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণের মধ্যদিয়ে বিশেষ উদ্যোগ নিলো সুচেতনা।

উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মানিক সরকার, ব্রজেন কোনার, মনোরঞ্জন সরকার, বিশ্বজিৎ রক্ষিত, তাপস সরকার প্রমূখ। 




সুচেতনার সম্পাদক বাবলা বর্মন জানান- "এবারের দীপাবলী আলোর দীপাবলী। আতসবাজী আমাদের করোনা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তাই সবাইকে এই বিষয়ে সচেতনা করা আমাদের দায়িত্ব।" 

সভাপতি সঞ্জিত বর্মন বলেন- "করোনা পরিস্থিতিতে আতসবাজীর ব্যবহার কতটা ক্ষতিকারক হতে পারে সেকথা আজ সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাঁদের বোঝানোর সাথে সাথে মাটির প্রদীপ তুলে দেওয়া হয়। যাতে দীপাবলীতে আলোর উৎসবে মেতে উঠতে পারেন সকলে। 

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সুচেতনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।