প্রকাশিত হলো কালপুরুষ সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যা



SANGBAD EKALAVYA  : 

প্রকাশিত হলো কালপুরুষ সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যা, স্থানীয় স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়গোপাল ভৌমিক, অপূর্ব অধিকারী এবং চন্দন সাহা প্রমূখ। পত্রিকা প্রকাশের পর কালপুরুষ সাহিত্য পত্রিকার সভাপতি অর্ণব অধিকারী বলেন,‘আমাদের ম্যাগাজিনের প্রথম লক্ষ্য হচ্ছে নবীন সমাজের সাথে সাহিত্য চর্চা করা।' 

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক গৌরব চক্রবর্তী, প্রকাশক কবীর হোসেন, অনির্বাণ বোস, গোপাল তালুকদার, আসিফ হোসেন, জোজো রায়, অমিয় ভৌমিক প্রমুখ।এক গণসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়, গণসঙ্গীত পরিবেশন করেন দেবজ্যোতি, মিষ্টি কর, স্বাগতা এবং মৃগাঙ্গ বর্মন।