প্রিয় অভিনেতা শাহরুখের জন্মদিন অন্যভাবে পালন করলেন ভক্তরা 


৫৫ বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে এবার তাঁকে জন্মদিনে দেখা যাবে না নিজ বাংলো মন্নতে। আইপিএল এর জন্য দুবাইতে রয়েছেন কিং খান। ফলে ভক্তরা কিছুটা বিমর্ষ। যতই দূরে থাক প্রিয় অভিনেতা মনে তো রয়েছে তাঁর জন্য ভালোবাসা। আর তাই করে দেখালেন ভক্তরা। অভিনব কায়দায় জন্মদিন পালন করলেন তাঁরা। 


করোনা আবহে শাহরুখের বাংলো মন্নতের সামনে যেন ভক্তরা ভিড় না করেন তাঁর আবেদন জানান কিং খান। অন্যদিকে, তিনি এমনিতেই অনুপস্থিত। দুবাইতে থেকে শাহরুখ যখন ভক্তদের উদ্দেশে আবেদন করেন দূরত্ব বজায় রেখে ভালবাসা জানানোর, সেই সময় কিং খানের পেরুর ভক্তরা কেক কেটে প্রিয় অভিনেতাকে ভালবাসা জানান।


অন্যদিকে শাহরুখের একটি ফ্যান ক্লাব কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় কিট শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে বিতরণ করেন। মাস্ক, স্যানিটাইজার-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ছিল সেই কিটে । অভিনেতার জন্মদিনে ৫,৫৫৫ কোভিড কিট বিতরণ করে। 



মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি ফ্যান ক্লাব এসআরকে-র জন্মদিন ব্যানার, পোস্টার নিয়ে পালন করেন। উদয়পুরে শাহরুখের যে ফ্যান ক্লাব রয়েছে, তারা এবার পথের কুকুরদের খাইয়ে প্রিয় অভিনেতার জন্মদিন পালন করেন। নিজেরে সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করে কিং খানের উদয়পুরের ফ্যান ক্লাব।


এদিকে নিজের টুইটার হ্যান্ডেলে দুবাই থেকে শাহরুখ পোস্ট করেন 'ইস বার কা প্যার থোড়া দূর সে'।