Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুরু নানক দেবের প্রকাশ পর্বে জনসাধারণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

 


গুরু নানক দেবর প্রকাশ পর্বে জনসাধারণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 

শ্রী গুরু নানক দেবের প্রকাশ পর্ব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।



এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী গুরু নানক দেব জির প্রকাশ পর্ব উপলক্ষ্যে আমি তাঁকে প্রণাম জানাই। সমাজের সেবা করার জন্য এবং সুন্দর পৃথিবী গড়ে তোলা নিশ্চিত করার জন্য তাঁর ভাবনা আমাদের অনুপ্রাণিত করুক। “


গতকাল মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী গুরু নানকের প্রকাশ পর্ব সম্পর্কে বলেন, "আমার প্রিয় দেশবাসী, কাল ৩০ শে নভেম্বর। আমরা শ্রী গুরু নানক দেবজির ৫৫১তম প্রকাশ পর্ব উদযাপন করব। সমগ্র বিশ্বে গুরু নানাক দেবজির প্রভাব স্পষ্টরূপে দেখা যায়।  ভ্যাঙ্কোবার থেকে ওয়েলিংটন , সিঙ্গাপুর থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ওঁর উপদেশ সর্বত্রই শোনা যায়। গুরুগ্রন্থ সাহিব এ বলা হয়েছে "সেবক কো, সেবা বন আই " অর্থাৎ সেবকের কাজ, সেবা করা। বিগত কিছু বছরে অনেক গুরুত্বপূর্ণ পর্ব এসেছে, আর একজন সেবক হিসেবে আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি। গুরু সাহিব আমার থেকে সেবা গ্রহণ করেন। এর আগে গুরু নানক দেবজির ৫৫০তম প্রকাশ পর্ব, শ্রী গুরু গোবিন্দ সিং জির ৩৫০তম প্রকাশ পর্ব ছিল। আর আগামী বছর শ্রী গুরু তেগবাহাদুর জির ৪০০তম প্রকাশ পর্ব। আমি অনুভব করি, যে গুরু সাহেবের আমার ওপর বিশেষ কৃপা আছে, তাই উনি সর্বদা আমায় নিজের কাজে, খুব কাছ থেকে যুক্ত করেছেন।" 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code