Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছটপুজো পালনকারীদের পাশে দাঁড়ালো ঐক্যতান

ছটপুজো পালনকারীদের পাশে দাঁড়ালো ঐক্যতান



আগামী শুক্রবার ও শনিবার ছট উৎসব।আর এই উৎসব করে থাকেন বিহারী সম্প্রদায়ের মানুষ।করোনাকালে তাদের সাথে একটুকরো সাহায্যের হাত বাড়িয়ে দিলো কৃষ্ণনগরের একটি সমাজসেবী সংস্থা ঐক্যতান। এই করোনার অনেক মানুষের ঘরে কাজ নেই, সংসারে অর্থিক অনটন। এই বিষয়কে মনে রেখে ঐক্যতানের সদস্যরা তাদের সাথে লাউভাত ও কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলো তাদের হাতে।

বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন কুলিপট্টী ও পার্শ্ববর্তী এলাকার ৫০টি দু:স্থ পরিবারের হাতে ছট ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চাল, ডাল, আটা, তেল এবং কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিল কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ঐক্যতানের সদস্যরা। সংস্থাটির এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code