নভেম্বর দিবস পালন বীরভূমে
অভীক মিত্রা বীরভূম :
সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাড্ডি গ্রামে আজ সিপিআইএম উদ্যোগে এবং ভাড্ডি শাখার সহযোগিতায় মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবস পালন করা হয় ।
এদিন দলীয় পতাকা উত্তোলন করেন গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যা করুনাময়ী কর্মকার। এরপর পুষ্প অর্পণ এবং নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন অন্যান্য দলীয় নেতারা ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদস্য আনবর হোসেন খান, মহাবীর কর্মকার, আশিষ ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকরা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊