কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিশ্বখ্যাত এক লোক উৎসব



ঐতিহ্যে আবেগে রাজা কৃষ্ণচন্দ্রের শহরে নবমী তিথিকে সামনে রেখে পুজো হয় কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিশ্বখ্যাত এক লোক উৎসব। 

এই উৎসব কে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে এই শহরের অভ্যন্তরে।শহরে বহু মানুষ আসে প্রতিমার রুপ দর্শন করতে। 



সাবেকিয়ানাকে মাথায় রেখে চারদিন ধরে পুজো শহরের ব্যতিক্রমী পুজো কৃষ্ণনগরের নুড়িপাড়া বারোয়ারীর জগদ্ধাত্রী পুজো। 

ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী,নবমী পর্যন্ত সব রীতি মেনে এই পুজো চলে। এবার পুজো চারদিন হলেও করোনা আবহে পুজো একটু অন্যরকম। দুরত্ববিধি, স্যানিটাইজ, মাস্ক পড়ে ও সবরকম সতর্কবিধি মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে।