Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৬ শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে ১০টি ট্রেড ইউনিয়নের মিছিল দিনহাটায়



আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে ১০টি ট্রেড ইউনিয়নের দ্বারা একটি মিছিল সংঘটিত হলো দিনহাটায়। 


রেল,বিমা, প্রতিরক্ষা,ব্যাঙ্ক,কয়লা, বিদ্যুৎ সহ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রগুলিকে বেসরকারীকরণের বিরুদ্ধে,শ্রম আইন, কৃষি আইন সংশোধন ও অত্যাবশ্যকীয় পন্য আইন তুলে দেওয়া রুখতে এবং সমস্ত গরীর শ্রমজীবী পরিবার  পিছু মাসিক ৭৫০০ টাকার দাবিতে,রেশনের মাধ্যমে সকলকে ১০ কেজি খাদ্যশস্য, দেওয়া গ্রামে শহরে ২০০ দিনের MGNERGA কাজ সহ  ৭ দফা দাবীতে ২৬ শে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে বলে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন।



মিছিলের শেষে TUCC এর পক্ষ থেকে আব্দুল রৌফ, AIUTUC এর পক্ষ থেকে প্রদীপ রায়, CITU এর পক্ষ থেকে প্রবীর পাল প্রমূখ বক্তব্য রাখেন এবং সর্বস্তরের মানুষকে ধর্মঘট পালন করার আবেদন জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code