ডেটিং অ্যাপে প্রেমিক খুঁজতে গিয়ে সন্ত্রাসীর কবলে পড়ল কিয়ারা আদবানি !
প্রেম তো দেশ-কালের সমস্ত সীমানার উর্ধ্বে। কিন্তু কোন মেয়ে যদি প্রেমিক খুঁজতে গিয়ে দেখেন সেই ছেলে পাকিস্তানের তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে! পাকিস্তান মানেই কি টেররিস্ট!
আসলে একদিকে আমাদের দেশ-বেড়াজাল নিয়ে সাধারণ চিন্তা-চেতনা, অপরদিকে প্রেমের মতন একটা বিষয়- এই দুই কে একই ফ্রেমে তুলে ধরতে পরিচালক আবির সেনগুপ্তের কাহিনী ইন্দু কি যাবানির ট্রেইলর প্রকাশ পেল গত সোমবার l
বর্তমান সময়ে স্যোসাল নেটওয়ার্ক সাইট বা ডেটিং সাইট এর অতি ব্যবহারে কি কি সমস্যা হতে পারে তা উঠে এসেছে ট্রেলারে।
কায়রা আদবানি, আদিত্য শিল অভিনীত এই সিনেমার গল্প অনলাইন ডেটিং এপপ্স এর মাধ্যমে প্রেম নিবেদন নিয়ে এক কমেডি সমৃদ্ধ কাহিনী l
এই সিনেমার ট্রেইলারে দেখা যাচ্ছে ইন্দু তাঁর বান্ধবীর পরামর্শে সোশ্যাল মিডিয়ায় অনলাইন ডেটিং এপপ্স এর মাধ্যমে প্রেমিক খুঁজতে শুরু করে l সিনেমার মূল আকর্ষণ যাকে সে তাঁর প্রেমিক হিসেবে বেছে নেয় সে পাকিস্তান থেকে আগত l
বাকি গল্প সিনেমা প্রকাশের অপেক্ষায় l আসুন দেখে নেই ট্রেলার...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊