Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী



কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী



নয়া কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নামা নয়াদিল্লিমুখী পঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। 


কেন্দ্রের নয়া কৃষি বিল পাশ হওয়ার সাথে সাথে বিরোধিতায় নামে বিরোধী দল গুলি। পাশাপাশি কৃষক সংগঠন গুলোও। সেই আন্দোলন ধীরে ধীরে জোরদার হচ্ছে। পঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলন নয়া দিল্লী মুখী হয়েছে। রাজধানীর দিকে এগতে গেলে হরিয়ানা-দিল্লি সীমান্তেই সিংঘুতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রামলীলা ময়দানে তাদের জমায়েত করার প্ল্যান ভেস্তে দেওয়া হয়। বিক্ষোভরত চাষিরা ক্ষোভ উগরে দেন হরিয়ানা সরকারের বিরুদ্ধে।



এদিকে কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কৃষকদের উদ্দেশে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বলেন, সরকার সবসময়ই কৃষকদের সঙ্গে তাঁদের সমস্যাগুলি নিয়ে কথা বলতে তৈরি। আমরা ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আরেক দফা বৈঠকের আমন্ত্রণ পাঠিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code