Truecaller এর মতো অ্যাপ আনছে গুগল, নাম Google Call


কোনো অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল বা মিসড কলটি কে করলো সেটা জানার এইমাত্র উপায় ছিল স্মার্টফোনে ব্যবহৃত Truecaller অ্যাপ। যদিও তথ্য চুরির অভিযোগ বারবার এসেছে এই অ্যাপটির বিরুদ্ধে। আর এই অসুবিধা দূর করতেই Truecaller এর নতুন বিকল্প নিয়ে আসছে গুগল। খবর, গুগল তাদের ‘Google Phone’ অ্যাপের নাম বদলে ‘Google Call’ করে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। সম্প্রতি ইউটিউবের একটি বিজ্ঞাপন থেকে 'Google Call' অ্যাপ সম্বন্ধে জানা গেছে। যদিও অ্যাপটি এখনও প্লে স্টোরে উপলব্ধ নয়।


Google Phone অ্যাপটি আগে শুধু পিক্সেল ইউজারদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু কিছুদিন আগেই গুগল অন্যান্য ইউজারদের জন্যও এই অ্যাপটি উপলব্ধ করেছে। যদিও প্রি-ইনস্টলড ডিভাইসগুলি ছাড়া অ্যান্ড্রয়েড ৯.০ বা তার উপরের ভার্সনগুলিতে এই অ্যাপ ব্যবহার করা যায়। এর একটি উল্লেখযোগ্য ফিচার হল কলার আইডি অ্যানাউন্সমেন্ট অর্থাৎ আপনার কন্ট্যাক্টের কোন নম্বর থেকে ফোন এসেছে সেটি বলে দেবে এই অ্যাপ। এবার Google Call এর মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কলারের পরিচয়ও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।