Latest News

6/recent/ticker-posts

Ad Code

একুশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা ব্লক জুড়ে অনুষ্ঠিত হল বিজেপির অঞ্চল সন্মেলন

একুশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা ব্লক জুড়ে অনুষ্ঠিত হল বিজেপির অঞ্চল সন্মেলন 



ময়নাগুড়ি : সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন । তার আগে নিজের দলকে ভারী করতে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় শিবির । লক ডাউনে দলবদলের হিড়িক দেখা মিললেও বর্তমানে তা আর প্রকাশ্যে দেখা মিলছে না । তবে থেমে নেই শাসক - বিরোধী উভয় শিবির । 

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়নাগুড়ির গোটা ব্লক জুড়ে অনুষ্ঠিত হল বিজেপির অঞ্চল সন্মেলন । এদিন ব্লকের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের আসসিয়া মোড় এলাকায় পথ যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজেপির অঞ্চল সন্মেলন । এদিন উপস্থিত ছিলেন , ময়নাগুড়ি দক্ষিণ মন্ডলের মন্ডল সম্পাদক বিশ্বনাথ বর্মন , দক্ষিণ মন্ডলের যুব মোর্চার সভাপতি রাকেশ রায় , সংখ্যালঘু সেলের কনভেনার মিঠু হক , দক্ষিণ মন্ডল ওবিসি মোর্চার সভাপতি  বিরেন সেন , দক্ষিণ মন্ডল আইটি সেলের কনভেনার নিসিথরঞ্জন রায় প্রমুখ ।  


দক্ষিণ মন্ডল আইটি সেলের কনভেনার নিসিথরঞ্জন রায় বলেন , একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা ব্লকের পাশাপাশি আজকে সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের আলসিয়া মোড় এলাকায় অনুষ্ঠিত হলো অঞ্চল সন্মেলন । কাউয়া ডাঙ্গা থেকে উল্টাক্লাব পর্যন্ত পথ যাত্রা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । এবং পড়ে বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code