Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৩ বছরে প্রথমবার, IPL ফাইনালের প্রথম বলেই তৈরি হল ইতিহাস

 


১৩ বছরে প্রথমবার, IPL ফাইনালের প্রথম বলেই তৈরি হল ইতিহাস


১৩ বছরের ইতিহাসে প্রথমবার আইপিএল ফাইনালে প্রথম বলেই উইকেট। যার সাক্ষী থাকল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। করোনা মহামারীর জেরে আইপিএলের আসর বসেছে দুবাইয়ে। তীব্র লড়াইয়ের পর ১০ই নভেম্বর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথম ব্যাট করার সিধান্ত নেয় দিল্লীর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। আর প্রথম বলেই তৈরি হয় ইতিহাস। 


দিল্লীর বিরুদ্ধে আইপিএল ২০২০ ফাইনালে মুম্বাইয়ের অধিনায়ক প্রথম বল করতে পাঠায় কিউই পেসার ট্রেন্ট বোল্টকে। এদিকে দিল্লীর হয়ে ওপেন করতে নামেন মার্কাস স্টোইনিস আর শিখর ধাওয়ান। স্ট্রাইক নেন মার্কাস স্টোইনিস। আর প্রথম বলেই স্টোইনিসকে ডাগ আউটের পথ দেখান বোল্ট। ব্যাটের কানায় লেগে উইকেটকিপার কুইন্টন ডি'ককের হাতে ধরা পড়ে। 



আইপিএলের ফাইনালে এই প্রথমবার ম্যাচের প্রথম বলেই উইকেট পড়ল। আর সেই ইতিহাসে নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্ট।একটা সময় যে বোল্টের ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, তিনি ফাইনালে প্রথম বলেই ইতিহাস লিখলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code