নিউনর্ম্যাল পরিস্থিতিতে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত পুনরায় লোকাল ট্রেন চালু করার দাবি 



করোনাকালে নিউনর্ম্যাল পরিস্থিতিতে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত পুনরায় লোকাল ট্রেন চালু করার দাবি উঠলো। 

বৃহস্পতিবার লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানানো হয় জলপাইগুড়ির সমাজ ও নদী বাঁচাও কমিটির তরফে। জলপাইগুড়ি টাউন স্টেশন মাস্টারের মাধ্যমে NF Railway কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপি দেন কমিটির সদস্যরা। 

এদিনের কর্মসূচীতে সমাজ ও নদী বাঁচাও কমিটির তরফে সঞ্জীব চ্যাটার্জি,বিপুল প্রামাণিক,শম্ভু সরকার, পীযুষ কর সহ অন্যান্যরা। পরে সঞ্জীববাবু বলেন, নিউনর্ম্যাল পরিস্থিতিতে দঃবঙ্গে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। কিন্তু এদিকে হলদিবাড়ি ও এনজেপির মধ্যে লোকাল ট্রেন চালু করা নিয়ে রেলদপ্তরের কোন হেলদোল নেই। এরফলে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় হলদিবাড়ি থেকে পর্যাপ্ত সবজি জলপাইগুড়ির বাজারগুলোতে আসছে না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। 

জনগণের সমস্যা মেটাতে স্মারকলিপি দিয়ে লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হল। এদিকে  স্মারকলিপিটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান টাউন স্টেশন কর্তৃপক্ষ।