International Emmy Awards 2020 বেস্ট ড্রামা সিরিজ অ্যাওয়ার্ড পেল ‘দিল্লি ক্রাইম’
গত বছরের পর এবছরও International Emmy Awards-এ সাফল্য পেল ভারত। ৪৮-তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে বেস্ট ড্রামা সিরিজ অ্যাওয়ার্ড পেল নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’। ‘রেসপন্সিবল চাইল্ড’-এর জন্য সেরা অভিনেতা বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন বিলি ব্যারাট।
করোনা আবহের জেরে এই প্রথম বার দর্শক শূন্য পরিস্থিতিতে ভার্চুয়ালে এই অনুষ্ঠান সম্পন্ন হল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফাঁকা হল থেকে অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেতা রিচার্ড কাইন্ড।
‘দিল্লি ক্রাইম’-এ সারা দেশের বিবেককে নাড়িয়ে দেওয়া নির্ভয়াকাণ্ডের আদলে দিল্লিতে ২০১২ সালে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করে দোষীকে খুঁজে বের করেন ডেপুটি পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করা শেফালি শাহ।
এদিকে এই বিভাগে অ্যামাজন প্রাইম ভিডিও অরিজিনাল ‘মেড ইন হেভেন’-এ অভিনয়ের জন্য মনোনীত হয়েছিলেন অর্জুন মাথুর এবং বেস্ট কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল প্রাইম ভিডিও-র ‘ফোর মোর শটস প্লিজ’। যদিও শেষপর্যন্ত এই পুরস্কার পাননি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊