কমনওয়েলথ গেমসে বাইশ গজের লড়াই ! ঘোষণা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার


কমনওয়েলথ গেমসে বাইশ গজের লড়াই ! ঘোষণা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার


SANGBAD EKALAVYA:

কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত হতে চলেছে ব্যাট-বলের লড়াই ক্রিকেট। কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (International Cricket Council) জানিয়েছে ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত করা হল। টুর্নামেন্টে কোন কোন দল কিভাবে অংশগ্রহণের সুযোগ পাবে সেবিষয়েও জানিয়েছে আইসিসি।


২০২২ সালের কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে। ক্রিকেটের ইভেন্টে মোট আটটি দল খেলার সুযোগ পাবে। আয়োজক দেশ ইংল্যান্ডের সাথে আগামী ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত আইসিসির ক্ৰমতালিকার প্রথম ছয়টি দল সরাসরি সুযোগ পাবে। বাকি একটি দল যোগ্যতা অর্জন পর্ব থেকে সুযোগ পাবে। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে আইসিসি।


প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রথমবার গেমসে ক্রিকেট ছিল, সেবার কুয়ালালামপুরে হয়েছিল প্রতিযোগিতা। এই নিয়ে দ্বিতীয়বার ক্রিকেট অন্তর্ভুক্ত হলো কমনওয়েলথ গেমসে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ