আন্তর্জাতিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি



২৩ মার্চ দেশব্যাপী লকডাউন কার্যকর হওয়ার পর আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি হয়। "বন্দেভারত মিশন"-এর আওতায় আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক বিমানযাত্রা বাণিজ্যিকভাবে চালু হয়নি। এবার আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানযাত্রায় নিষেধাজ্ঞার সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-এর তরফে। 



দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-এর তরফে জানানো হয়েছে, আকাশপথে আন্তর্জাতিক পণ্য পরিষেবার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। ডিজিসিএ আরও জানিয়েছে, ক্ষেত্রবিশেষে অনুমোদিত সংস্থা দ্বারা নির্দিষ্ট রুটে বিমান পরিষেবাকেও অনুমতি দেওয়া হবে।