২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনের


কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী আইন প্রতিরোধে আগামী ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সমর্থনে বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনের পক্ষ থেকে কোচবিহারে সম্মিলিত বিক্ষোভ মিছিল। 


 
আগামী ২৬শে নভেম্বর দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।এই ধর্মঘটের সমর্থনে বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহর জুড়ে যৌথভাবে বিক্ষোভ মিছিল করা হয়। 



এদিনের এই দীপ্ত মিছিলের শ্লোগানে উঠে আসে -

১)রেল-ব্যাঙ্ক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থসংস্থা গুলি বেসরকারীকরণ করা চলবে না।

২)সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ অবিলম্বে বাতিল করতে হবে।

৩)সমস্ত বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে ইত্যাদি দাবি সমূহ।



কেন্দ্রীয় বিজেপি সরকার করোনা অতিমারীর সুযোগ নিয়ে রেল-ব্যাঙ্ক-বীমা সহ ২৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ,সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০,কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন,শ্রমিক বিরোধী শ্রম আইন সহ আরো বিভিন্ন জনস্বার্থবিরোধী নীতি প্রণয়ন করে এই নীতি গুলি প্রতিরোধে আগামী ২৬শে নভেম্বর ২৪ঘন্টার সারা ভারত সাধারণ ধর্মঘট।এই নীতি গুলি কার্যকরী হলে দেশের সাধারণ শ্রমজীবি মানুষের জীবন দুর্বিসহ হয়ে পরবে।তাই এই ধর্মঘটকে সফল করার জন্য সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাই সংগঠনের পক্ষ থেকে।