pic Source-Internet

নাবালকের সঙ্গে যুবতীর বিয়ে! কথাটা যেন শুনতেই কেমন অনুভূতি। কিভাবে সম্ভব? হ্যাঁ একের পর এক বিয়ে, ফুলশয্যার দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছিল এক ধারাবাহিকে।


এক ধারাবাহিক নাটক 'পেহরেদার পিয়া কি' তে ঠিক সেভাবেই সাজানো হয়েছিল। হঠাৎ শুনলেই যেন কেমন অতৃপ্তি বোধ হয় । যেখানে এক নাবালকের ‌সঙ্গে এক ‌যুবতীর বিয়ে থেকে ফুলশ‌য্যা অবধি দেখানো হয়েছে।

যা মানতে পরেননি কেউই। এরই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ করেছিলেন দর্শকমহল ও নেটিজেনরাও।


যার প্রতিবাদে অর্ধলক্ষ স্বাক্ষর জমা পড়েছে স্মৃতি ইরানির কাছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য BCC কে নির্দেশ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ২০১৭ সালের টিভি সিরিয়াল উপর ভিত্তি করে ঘটেছিল।


তবে দর্শকরা ধারাবাহিকের পুরো গল্প না জেনে কারণহীন ভাবে প্রতিবাদ বলে দাবি করেছিলেন নাটকের মুখ্য চরিত্র তেজস্বী প্রকাশ।তার সঙ্গে শিশু শিল্পী আফান খান তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।