কলেজের তৃতীয় বর্ষে কম নাম্বার দেওয়ার অভিযোগে আন্দোলনে ছাত্রীরা 



তৃতীয় বর্ষের ছাত্রীদের নম্বর কম দেওয়ায় এবার অবস্থান আন্দোলন শুরু করল প্রসন্নদেব মহিলা কলেজ এর ছাত্রীরা। বৃহস্পতিবার কলেজের সামনে তারা আন্দোলন শুরু করে। জলপাইগুড়ি প্রসন্ন দেব মহিলা কলেজ এর বিভিন্ন বিষয়ের স্টুডেন্টসরা সবাই কলেজ এর সামনে প্রতীকী ধর্নায় বসে। 


এই কলেজের এক ছাত্রী বলে- "তৃতীয় বর্ষের নম্বর এতই কম দেওয়া হয়েছে যার ফলে আমরা   ইউনিভার্সিটিতেই পড়ার সুযোগ পাবনা। আমরা অলরেডি গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে  গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি, শিলিগুড়ি কলেজ , শিলিগুড়ি মহিলা কলেজ এবং ধূপগুড়ি কলেজ এর স্টুডেন্টসরা ধর্নায় বসেছিলাম , এই চার টি কলেজ এ ৫৫ থেকে ৬০ শতাংশ নম্বর দিয়েছে যেখানে বাকি কলেজ থেকে ৮২ থেকে ৯৬ নম্বর দিয়েছে কলেজ কতৃপক্ষ।"



এদিন তারা আরও অভিযোগ জানায়- কম যোগ্যতা থাকা সত্বেও চেনা মুখ দেখে বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রী। তাদের দাবি রিভিউ রেজাল্ট ভর্তির আগে  দেওয়া হোক ও   ব‍্যালেনস মার্কস সকল ছাত্রীরা যাতে পায় তার ব্যবস্থা করুক কলেজ কতৃপক্ষ।