গলসির পুুরসায় নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত সিভিককে পিষে দিল ট্রাক
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান
গলসির পুুরসায় দশচাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল এক কর্তব্যরত সিভিক ভোলেনটিয়ারকে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় সিভিক ভলেন্টারের। মৃত ওই সিভিক ভলেন্টার এর নাম মান্তু দাঁ (মানতু)। বয়স আনুমানিক ত্রিশ বছর। বাড়ি গলসি থানার রামপুর গ্রামে।
পত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, বুধবার অর্থাৎ আজ সহকর্মী সুমন দাস ও মিঠুন বাগ্দীর সাথে তিনি গলসি এক নম্বর ব্লকের পুরসা হাসপাতালে ডিউটি করছিলেন। সকালে হাসপাতালে আগত রোগী ও রোগী আত্মীয়দের রাস্তা পারা পাড়ের জন্য তিনি রাস্তার কাটিং এর মাঝ ট্রাফিক ডিউটি পালন করছিলেন। ওই সময় বর্ধমান থেকে আগত একটি বাস পিছনে থাকা একটি ট্রাককে সাইড করে হাসপাতালের সামনে আচমকা ব্রেক কষে স্টপেজ দেয়। যার ফলে বাসের পিছনে থাকা ওই দশচাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাটিং এর মাঝে ডিউটি অবস্থায় সিভিক ভোলেনটিয়ারকে পিষে দিয়ে রাস্তার ডান দিক ধরে দূর্গাপুরের দিকে পালিয়ে যায়। তারপর সামনে গিয়ে পুরসার মাঝের পুলের সন্নিকটে পুনরায় একটি ট্রাককে মুখমুখি ধাক্কা মারে। ঘাতক গাড়ি ও চালককে আটক করে গলসি থানার পুলিশ।
এলাকাবাসীদের থেকে জানা গেছে, মান্তু ডিউটিতে খুব দায়িত্ব পরায়ন ছেলে ছিলেন। তিনি যেখানেই ডিউটি পালন করতেন সেখানেই মানুষকে হাত ধরে রাস্তা পারাপার করতে সহায়তা করতেন। মানুষের কাজই আজ কেড়ে নিল তার প্রান। এমন ঘটনার জেরে পুলিশ মহল সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত করছে গলসি থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊