বিজয় স্মৃতি চতুষ্পাঠীর পুরোহিত সম্মান ২০২০ প্রদান
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়া :
সংস্কৃত শিক্ষার কেন্দ্র তথা টোল হিসাবে সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ গঙ্গারামপুরে "বিজয় স্মৃতি চতুস্পাঠী" বিগত সাত বছর ধরে সংস্কৃত ভাষার তথা শিক্ষার প্রসারে কাজ করে আসছে। অনেক ছাত্র-যুব শিক্ষার্থী এই চতুস্পাঠীতে থেকে সংস্কৃত শিক্ষা লাভ করে চলেছে।
আজ গঙ্গারামপুর হাই স্কুলের অডিটোরিয়ামে এই চতুস্পাঠীর পক্ষ থেকে এক অনুষ্ঠানে "পুরোহিত সম্মান - ২০২০" প্রদান করা হয়। জীবনকৃতী পুরোহিত সম্মান প্রদান করা হয় এলাকার প্রবীণ পুরোহিত অজিত ঘোষালকে। ওঁনার হাতে এই সম্মান তুলে দেন উলুবেড়িয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আকবর সেখ। মরণোত্তর পুরোহিত সম্মান প্রদান করা হয় স্বর্গীয় ৺কৃষ্ণকলি চক্রবর্তীর স্ত্রী ও পুত্রের হাতে। এঁনাদের হাতে সম্মান প্রদান করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী।
অনুষ্ঠানের উদ্যোক্তা বিজয় স্মৃতি চতুস্পাঠীর সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের জানান, "এই পুরোহিত সম্মান প্রদান অনুষ্ঠানে মোট দশ জন পুরোহিতকে সম্মাননা প্রদান করা হয়।" তিনি আরো জানান, "সরকারী স্বীকৃতি তথা সাহায্য পেলে যে এই চতুস্পাঠী আরো এগিয়ে যাবে এবং যুবসমাজে সংস্কৃত শিক্ষার মানোন্নয়ন ঘটবে একথা বলাই বাহুল্য।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পন্ডিত সমাজের অধ্যাপক রামচন্দ্র কাব্য ব্যাকরণতীর্থ, বিশিষ্ট পুরোহিত ভবেশচন্দ্র মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার ঝরিয়াৎ প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊