এখন আর 2G মোবাইল নয়, zero extra cost loan offer নিয়ে এলো Airtel
zero extra cost loan offer নিয়ে এলো এয়ারটেল। 2G মোবাইলের যুগ শেষ করতে সহজ শর্তে-কোন অতিরিক্ত খরচ ছাড়াই AIRTEL তার গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা নিয়ে এলো।
zero extra cost loan offer এ গ্রাহক মাত্র 3,259 টাকা ডাউন পেমেন্টে কিনে নিতে পারবেন 4G বা 5G স্মার্টফোন। শুধু তাই নয় এর সাথে AIRTEL ৩৩০ দিনের জন্য UNLIMITED DATA এবং CALLING এর সুবিধাও দেবে বিনামূল্যে।
Airtel-এর তরফে জানানো হয়েছে যে, এই পুরো প্যাকেজটি আলাদা ভাবে নিতে গেলে একজন গ্রাহককে 9,735 টাকা খরচা করতে হত। যেখানে হ্যান্ডসেটের দাম পরবে 6800 টাকা। সাথে থাকছে ডাটা এবং কলিং এর সুবিধা একদম বিনামূল্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊