Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে স্নাতক হল অগস্ত্য জয়সওয়াল Agastya Jaiswal claims to be ‘first Indian’ to complete graduation at 14


ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে স্নাতক হল অগস্ত্য জয়সওয়াল



ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষায় ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে জনসংযোগ ও সাংবাদিকতায় স্নাতক হল হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল। অগস্ত্য হায়দরাবাদের ইউসুফগুড়া সেন্ট মেরি কলেজ থেকে স্নাতক হয়েছে। শুধুই এখানেই শেষ নয়, এর আগে ১১ বছর বয়সে ৬৩ শতাংশ নম্বর নিয়ে সে ইন্ডারমিডিয়েট দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাশ করেছিল। তার আগে ৭.৫ জিপিএ সহ মাত্র ৯ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অগস্ত্য। 


শুধু পড়াশুনা নয়, খেলাধুলাতেও বেশ পারদর্শী সে। সে একজন জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। এ থেকে জেড পর্যন্ত সে মাত্র ১.৭২ সেকেন্ডে টাইপ করতে পারে। অগস্ত্য দুহাতেই লিখতে সিদ্ধহস্ত। তাই নয় সে একজন সঙ্গীতশিল্পী ও পিয়ানো বাদক। পাশাপাশি, আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তাও। 



বহুমুখী প্রতিভার অধিকারী অগস্ত্যের বাবা মা জানায়, প্রত্যেক শিশুরই বিশেষ গুণ রয়েছে। বাবা-মা বিশেষ গুণাবলীর দিকে ব্যক্তিগত নজর দিলে তারা নিজস্ব ক্ষেত্রে ইতিহাস গড়তে পারে। ছোটবেলায় খেলার ছলেই ছেলেকে শেখাতেন বলে জানান অগস্ত্যের বাবা মা। বাবা-মায়ের তত্ত্বাবধানেই তার প্রশিক্ষণ। মাত্র দুই বছর বয়সে সে ৩০০-র বেশি প্রশ্নের উত্তর দিতে পারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code