সিডনিতে প্র্যাকটিসে নামলো টিম ইন্ডিয়া, দেখে নিন অস্ট্রেলিয়া সফরের সময়সূচি
SANGBAD EKALAVYA:
গত মঙ্গলবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো চলতি বছরের আইপিএল। এবার আন্তর্জাতিক ক্রিকেটে কাধে কাঁধে মিলিয়ে দেশের নয় লড়াই করার পালা। ইতিমধ্যেই সদলবলে ডন ব্র্যাডম্যানের দেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শনিবার প্রথম প্র্যাকটিস সেশনে নেমেছে কোহলি এন্ড কোং যার ফটো ভারতীয় বোর্ডের তরফে ট্যুইট করা হয়েছে। প্রায় দু'মাস ব্যাপী অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ ও টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। সে সফরের প্রতিটি সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এবার সেই সফরের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। দেখে নিন সেই সময় নির্ঘন্ট :
টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফর শুরু করবে ৩ ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে, যার প্রথমটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG)। এরপর হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ যা শুরু হবে ৪ ডিসেম্বর ক্যানবেরাতে। তারপর দুটি প্রস্তুতি ম্যাচ শেষে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচটি শুরু হবে ১৭ ডিসেম্বর এডিলেডে (Adelaide Oval)। কোহলিদের সফর শেষ হবে ১৯ জানুয়ারী গাব্বা টেস্ট দিয়ে।
Match |
Dates |
Venue |
1st ODI |
27 November |
Sydney Cricket Ground |
2nd ODI |
29 November |
Sydney Cricket Ground |
3rd ODI |
2 December |
Manuka Oval, Canberra |
1st T20I |
4 December |
Manuka Oval, Canberra |
2nd T20I |
6 December |
Sydney Cricket Ground |
3rd T20I |
8 December |
Sydney Cricket Ground |
Practice Match |
6-8 December |
Drummoyne Oval, Sydney |
Practice Match |
11-13 December (D/N) |
Sydney Cricket Ground |
1st Test |
17-21 December (D/N) |
Adelaide Oval |
2nd Test |
26-30 December |
Melbourne Cricket Ground |
3rd Test |
7-11 January |
Sydney Cricket Ground |
4th Test |
15-19 January |
Gabba, Brisbane |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊