আকর্ষণীয় দীপাবলি অফার ঘোষণা করল তনিশক
সোনার গয়নার মজুরিতে এবং হীরের গয়নার দামে ২৫% পর্যন্ত ছাড়
নভেম্বর ২০২০: আনন্দ ও আশা নিয়ে একটু আগে থেকেই উৎসবের মরসুমের আবাহন করতে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় গয়নার ব্র্যান্ড তনিশক এক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।এখন ক্রেতারা সোনার গয়নার মজুরিতে এবং হীরের গয়নার দামে ২৫% পর্যন্ত ছাড় পেতে পারেন ।
আরো জানতে আপনার নিকটতম তনিশক স্টোরে যোগাযোগ করুন অথবা আসুন www.tanishq.co.in/offers এ।
এই উপলক্ষটির গুরুত্ব বোঝাতে গিয়ে শ্রী অরুণ নারায়ণ, ভিপি ক্যাটিগরি, মার্কেটিং অ্যান্ড রিটেল, তনিশক, টাইটান কোম্পানি লিমিটেড, বললেন, “গত ছ মাসে আমাদের দেশের মানুষের নানা নিঃস্বার্থ কাজ আর এই সময়ের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার সময়ে আমাদের নিজেদের অভিজ্ঞতা কিছু কথা বুঝিয়ে দিয়েছে। “একতা” মানবতার অত্যাবশ্যকীয় উপাদান এবং এক হতেই হবে, যাতে পুনর্নির্মাণের কাজে একে অপরকে সাহায্য করতে পারি এবং চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারি।
আমরা “একত্বম” সম্ভারের ব্র্যান্ড ভাবনার মাধ্যমে এই ব্যাপারটাই প্রকাশ ও উদযাপন করছি। এই নতুন, আকর্ষণীয় সম্ভার সারা দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের সঙ্গমস্থল। বিভিন্ন কারিগরি কেন্দ্র থেকে আমাদের দেশের সেরা কারিগররা তাঁদের শিল্পকর্ম দিয়ে ‘একতার সৌন্দর্য’ --- এই মূল ধারণাটাকে জীবন্ত করে তুলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের দৃঢ় বিশ্বাস এই সম্ভার সারা ভারতের গয়নার কারিগরদের জীবিকার পুনর্নির্মাণে দারুণ সাহায্য করবে এবং দীপাবলিতে তাঁদের ঘর আলোয় ভরিয়ে তুলবে।” একতার বোধ উদযাপন করুন তনিশকের অনন্য উৎসব সম্ভার – ‘একত্বম’ দিয়ে। মাত্র ৪০,০০০/- টাকা থেকে শুরু এই সম্ভার পাওয়া যাবে ভারতের সমস্ত তনিশক স্টোরে আর তনিশকের ই-কমার্স প্ল্যাটফর্ম http://www.tanishq.co.in এ।
About Tanishq
Tanishq, India’s most-loved jewellery brand from the TATA Group, has been synonymous with superior craftsmanship, exclusive designs and guaranteed product quality for over two decades. It has built for itself the envious reputation of being the only jewellery brand in the country that strives to understand the Indian woman and provide her with jewellery that meets her traditional and contemporary aspirations and desires. Attesting to this commitment towards excellence, in 2019, Tanishq has been awarded the title of The Most Trusted Jewellery Brand in India by the Trust Research Advisory. To stress on their commitment to offer the purest jewellery, all Tanishq stores are equipped with the Karatmeter which enables customers to check the purity of their gold in the most efficient manner.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊