লঞ্চ হল Moto G 5G : জেনে নিন স্পেসিফিকেশনসের ব্যাপারে


লঞ্চ হল Moto G 5G : জেনে নিন স্পেসিফিকেশনসের ব্যাপারে


তনজিৎ সাহা, কলকাতা :
সদ্য ইউরোপে লঞ্চ হয়েছে Moto G 5G। সম্প্রতি Motorola-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে Moto G9 Power-এর সঙ্গেই ইউরোপের বাজারে লঞ্চ করেছে এই ৫জি স্মার্টফোন। আপাতত, এটি ইউরোপের কয়েকটি দেশেই উপলব্ধ রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই ভারত, আমেরিকাসহ অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে এই ফোন। ফোনটি ভলক্যানিক গ্রে ও ফ্রস্টেড সিলভার কালার অপশনে পাওয়া যাচ্ছে।


আসুন জেনে নেওয়া যাক ফোনটির দাম এবং স্পেসিফিকেশনসের ব্যাপারে 


*দাম*

প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ৪জিবি + ৬৪ ডিবি স্টোরেজ ভ্যারিভেরিয়েন্টযুক্ত এই ফোনটি EUR ২৯৯.৯৯ অর্থাৎ ২৬,৬০০ টাকায় পাওয়া যাচ্ছে ।

*স্পেসিফিকেশনস*

ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি 

প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি এসওসি

ফ্রন্ট ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল

রিয়ার ক্যামেরা : ৪৮-মেগাপিক্সেল + ৮-মেগাপিক্সেল + ২-মেগাপিক্সেল 

র‌্যাম : ৪জিবি

স্টোরেজ : ৬৪ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি : ৫০০০ এমএএইচ

OS( অপারেটিং সিসটেম) : এন্ড্রোয়ড ১০

রেজোলিউশন : ১০৮০ × ২৪০০ পিক্সেল্স

এছাড়াও কানেক্টিভিটি অপশনের জন্য আছে এনএফসি, ব্লুটুথ ৫.১, Wi-Fi ৮০২.১১ c, টাইপ C পোর্টের USB ও GPS। ডাস্ট প্রোটেকশনের ক্ষেত্রে ফোনের IP52 সার্টিফিকেটও রয়েছে। ফোনটির দৈর্ঘ্য-প্রস্থ ১৬৬ mm x ৭৬ mm x ১০mm।ওজন ২১২ গ্রাম।