খুনের হুমকি জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডুকে
সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান
ফের জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডুকে খুনের হুমকি দিয়ে ফোন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহরে। দেবু টুডু জানিয়েছেন, সোমবার ভাইফোঁটার দিন তাঁর নম্বরে ফোন করে রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ অশ্রাব্যভাষায় গালিগালাজ দেওয়া হয়। একইসঙ্গে দেওয়া হয় খুনের হুমকিও।
তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনি বিচলিত নন। কিন্তু যাঁরা এটা করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে তা আরও বাড়বে। তাই মঙ্গলবারই তিনি জেলা পুলিশ সুপারের কাছে এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, এর আগেও দেবু টুডুকে একাধিক নাম্বার থেকে ফোন করে নানাভাবে হুমকি দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে নদীয়া থেকে এক যুবককে গ্রেপ্তারও করে। ধৃতের ফোন নং ক্লোন করে দুষ্কৃতিরা এই ঘটনা ঘটায় বলে পুলিশী তদন্তে উঠে আসে। এদিকে, বিধানসভার নির্বাচন এগিয়ে আসতে না আসতেই জোরকদমে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে বিজেপি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তোপ দেগেই চলেছে। সেই সময় রাজ্য তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির অন্যতম সদস্য দেবু টুডুকে খুনের হুমকি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊