Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল

২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল

সুজাতা ঘোষ, বাগডোগরা: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সকল বেকারদের কর্মসংস্থানের দাবীতে, প্রত্যেক গরীব পরিবারকে মাসে ৭৫০০ টাকা এবং মাথা পিছু ১০কেজি খাদ্য শস্য, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল নতুন শিক্ষা নীতি (NEP) বাতিল করা সহ ৭ দফা দাবীতে আগামী কাল ২৬শে নভেম্বর ২০২০ দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ এর উদ্যোগে আজ বিকাল ৪ টায় ঘোগোমালী বাজার থেকে নরেশ মোড় পযর্ন্ত মিছিল হয়। 

এছাড়াও এদিন মিছিলের শুরুতে ঘোগোমালী বাজার এবং মিছিল শেষে নরেশ মোড় বাজারে সাধারন ধর্মঘটের সমর্থনে সভা ও অনুষ্ঠিত হয়। 

এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ সম্পাদক গনেশ ঘোষ, এরিয়া কমিটির সদস্য ধীরেশ রায়, দিলীপ আচার্য,নকুল সরকার, যুব নেতা দীপঙ্কর সাহা এবং এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ অন্যান্য দলীয়নেতা কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code