বিয়ে সারলেন WWE সুপারস্টার জন সিনা!
গোটা বিশ্বে WWE এর রিং -এ নজর কেড়েছে তারকা জন সিনা। এরকম একজন সুপারস্টারের বিয়ে হল গোপনেই। যা ভাবাই মুশকিল। ঠিক তাই, গোপনেই বিয়ে সাড়লেন জন সিনা। নিজের বিয়ের কথা নিজের মুখে স্বীকারও করলেন না জন। স্থানীয় সংবাদমাধ্যমে খবর ফাঁস হওয়ার পরই এই মহাতারকার বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে এসেছে।
জন সিনা বিয়ে করলেন ৩১ বছর বয়সী কানাডার নাগরিক শে শারিয়াজদকে। কানাডার নাগরিক হলেও জন্ম ইরাকে। ভ্যানকুভারের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। ২০০৯ সালে প্রথমবার বিয়ে করেছিলেন জন। জানা গেছে দুই বছরের সম্পর্ক ছিল তাঁদের তার পর বিচ্ছেদ। ২০১৯ সালের শুরু থেকেই ৩১ বছর বয়সি শে শারিয়াজদের সঙ্গে ডেট করেছেন জন সিনা। গত মাসেই আংটিবদল হয় আর বুধবার ফ্লোরিডায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ হাজির ছিলেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊