ATM-এ পাঁচ হাজারের বেশি টাকা তুললেই দিতে হবে চার্জ! জানুন বিস্তারিত

 


ATM-এ পাঁচ হাজারের বেশি টাকা তুললেই দিতে হবে চার্জ! জানুন বিস্তারিত 


এটিএম শুল্ক নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গঠিত কমিটি সারা দেশ জুড়ে সমীক্ষার পর রিপোর্ট জমা করেছে তাঁর ভিত্তিতেই এটিএম পরিষেবায় বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ আট বছর নিয়ম গুলি পরিবর্তন হতে পারে বলে খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফে একাধিকবার এটিএম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এবারও হচ্ছে। 



জানা গিয়েছে, ১০ লাখের কম জনবসতিপূর্ণ এলাকাগুলোতে এটিএম-এর মাধ্যমে লেনদেন বাড়ানোর দিকে নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একজন গ্রাহক প্রতি মাসে এটিএম থেকে পাঁচবার ফ্রি ট্রানজ্যাকশন করতে পারেন। ষষ্ঠবার অতিরিক্ত কুড়ি টাকা চার্জ দিতে হয়। আগামী দিনে এটিএম থেকে পাঁচ হাজার টাকা বেশি টাকা তুললে দিতে হবে চার্জ। প্রতিবার কম করে ২৪ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহকদের বলেই জানা গেছে।


দশ লাখের কম জনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা মাসে ছয় বার বিনামূল্যে এটিএম ট্রানজেকশন করতে পারবেন, মেট্রো সিটির বাসিন্দারা মাসে তিনবার বিনামূল্যে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। এরপরেই দিতে হবে চার্জ আপাতত এমনই ভাবনা চিন্তা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষা বলছে, ছোট শহরে বাসিন্দারা এটিএম থেকে একবারে কম টাকা তোলেন। তাই ছোট ট্রানজাকশন ফ্রি হিসাবে রাখতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ