‘কাগজ দেখানোর আগে দরজা দেখিয়ে দেব’-নাড্ডার CAA বার্তার জবাবে মহুয়া 


গতকাল করোনা আবহের মাঝেই উত্তরবঙ্গ সফরে এসে একুশ বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের নেতাদের সাথে বৈঠকও করেন তিনি। আর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই নতুন নাগরিকত্ব আইন করোনা কমলেই কার্যকর হবে বলে জানান তিনি। তারপরেই তীব্র বাকযুদ্ধে জড়াল বিজেপি ও তৃণমূল।




বিজেপি সভাপতি বলেন, সিএএ অবশ্যই কার্যকরী হবে। নিয়ম-কানুন তৈরি হচ্ছে। করোনা সংকট কেটে গেলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবেন। পাশাপাশি, ক্ষমতাসীন তৃণমূলের তীব্র নিন্দা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি সরকার গঠিত হবে বলেও তিনি দাবি করেন।



এর পরিপ্রেক্ষিতেই পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া ট্যুইট করে বলেছেন, 'জেপি নাড্ডা বলছেন, সিএএ খুব শীঘ্রই রূপায়ণ করা হবে। বিজেপি শুনে রাখো, আমরা কাগজ দেখানোর আগে তোমাদের রাস্তা দেখিয়ে দেব'।