তেলেঙ্গানাকে ২ কোটি টাকা আর্থিক সাহায্য মমতার



তেলেঙ্গানাকে ২ কোটি টাকা আর্থিক সাহায্য মমতার 




প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানা। টানা বৃষ্টিতে প্লাবিত তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চল। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। প্রাণ হারিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। 


বন্যা পরিস্থিতিতে তেলেঙ্গানাকে আর্থিকভাবে সাহায্যের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়ে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা জানালেন মমতা। 


চিঠিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আমফানের জেরে বিশাল ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গের।আপনার রাজ্যের মানুষের কষ্টের কথা বুঝতে পারছি। সমবেদনা জানাচ্ছি। তেলেঙ্গানার ভাই-বোনেদের পাশে রয়েছে রয়েছে বাংলা। ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ২ কোটি টাকা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 


মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ধন্যবাদ জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ