নয়া কৃষি বিলের বিরোধিতায় কেন্দ্রকে কড়া বার্তা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর 



সম্প্রতি সারা দেশ জুড়ে বিরোধিতার পরেও আইনে পরিণত হয়েছে কেন্দ্রের নয়া কৃষি বিল। সেই কৃষি বিল নিয়ে এবার কেন্দ্রকে ফের কড়া বার্তা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। এর আগে তিনি এই বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যেতেও পিছপা হবে না বলে জানিয়েছেন। এবার আরও এক ধাপ এগিয়ে কৃষকদের স্বার্থে পদত্যাগ করতেও রাজি তিনি। এমনভাবেই এবার কেন্দ্রকে হুঙ্কার দিলেন তিনি। 


মঙ্গলবার পাঞ্জাব বিধানসভার অধিবেশনে অমরেন্দ্র জানান, কৃষকদের স্বার্থে নয়া কৃষি বিলের প্রতিবাদে যদি ক্ষমতাচ্যুতও হতে হয়, আপত্তি নেই তাঁর। সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও করেন না তিনি। কিন্তু কোনও ভাবেই কৃষকদের কষ্ট পেতে দেবেন না।


পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার আগে নয়া কৃষি আইন প্রত্যাহারের সুপারিশ করেছিলেন তিনি। পাশাপাশি, বিধানসভায় কেন্দ্রের কৃষি আইন সংশোধনের কয়েকটি প্রস্তাব দেন তিনি।