পুজো অনুমতি মামলার পুনর্বিবেচনার আর্জির রায়ে আংশিক পরিবর্তন করলো হাইকোর্ট




পুজো অনুমতি মামলার পুনর্বিবেচনার আর্জির রায়ে আংশিক পরিবর্তন করলো হাইকোর্ট



করোনা আবহে দর্শকশূন্য মণ্ডপ, মণ্ডপের সামনে নো- এন্ট্রি বোর্ড সহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে পুনর্বিবেচনার জন্য জরুরী শুনানির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। সেই আর্জির শুনানিতেও দর্শক শূন্য মণ্ডপ রায়ই বহাল রাখল আদালত। অনুমতি দেওয়া হল সিঁদুর খেলায়। 



তবে, রায়ে আংশিক পরিবর্তন এনেছে আদালত। উচ্চ আদালতের বেঞ্চ জানিয়েছে, ‘বড় পুজোয় প্রবেশের জন্য ৬০ জনের তালিকা বানাতে হবে, একমাত্র তারাই প্রবেশ করতে পাবে মণ্ডপে। তবে, একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন, এর বেশি লোক একসাথে সমাগম করা যাবে না। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ১৫ জনের তালিকা, একসঙ্গে থাকতে পারবেন ১০ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে।’


করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিদের থাকার নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রের শেষ নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় স্থানে যাওয়া যাবে বলে অ্যাডভোকেট জেনারেল জানালে বেঞ্চ জানায় যাওয়া যাবে তবে দূরত্ব বিধি মেনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ