বাঁকুড়ায় পথে নামল গ্রামীণ সম্পদকর্মীরা

SER-23 বাঁকুড়া,৭ অক্টোবর



বাঁকুড়ায় পথে নামল গ্রামীণ সম্পদকর্মীরা । 

একাধিক দাবি দাওয়া নিয়ে এবার অবস্থান বিক্ষোভের পথে পা রাখল ভি. আর. পি তথা গ্রামীণ সম্পদ কর্মীরা ।


দৈনিক ১৭৫ টাকা হিসেবের পরিবর্তে মাসিক বেতন হিসেবে নূন্যতম 15000 টাকা করতে হবে, ভি আর পি কর্মীদের স্বাস্থ্য সাথী ও জীবন বীমা চালু করতে হবে , ভি আর পি দের একশ শতাংশ সোশ্যাল অডিটের কাজে যুক্ত করতে হবে , তাদের কাজের স্থায়ীকরণ করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন সকাল দশটা থেকে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় মঞ্চ করে অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন বাঁকুড়া জেলার বাইশটি ব্লকের ১৯২০ জন ভি আর পি কর্মী  এবং তাদের দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোরও হুশিয়ারি দেন তারা ।