Latest News

Ad Code

এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি Union minister Smriti Irani tests Covid-19 positive

 


এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি 


মোদী মন্ত্রী সভায় করোনার থাবা আগেই বসেছে। একের পর এক মন্ত্রী করোনা আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহণমন্ত্রী নিতিন গডকরী, পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ কেন্দ্রের শাসক শিবিরের বেশ কয়েকজন ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। 


করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করে জানিয়েছেন স্মৃতি। পাশাপাশি তাঁর সংস্পর্শে আশা সকলকে সাবধান করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শও দেন তিনি। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাস সংক্রমিত হলেন। যদিও অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন।



এদিন কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে জানান, কোনও ঘোষণা করার বেলায় শব্দ খুঁজতে হচ্ছে, আমার ক্ষেত্রে এমনটা বিরল। তাই সহজে কথাটা স্পষ্ট করে জানাচ্ছি, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদেরও বলছি, যত দ্রুত পারেন, পরীক্ষা করিয়ে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code