রামধনু শিশু কিশোর সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন ও শারদ সংখ্যা প্রকাশ



রামধনু শিশু কিশোর সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন ও শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দিনহাটা স্থানীয় নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে। পত্রিকা প্রকাশ করেন বিশেষ অতিথি চন্দন সেনগুপ্ত মহাশয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে গীতাঞ্জলি দাস, নির্ঝর চক্রবর্তী ও অরিত্র চক্রবর্তী।


অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষক শ্যামল ধর,বিশেষ অতিথি চন্দন সেনগুপ্ত ও সভাপতি শিক্ষক প্রলয় ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী,মানিক সাহা,আজিজুল হক, ডা: উজ্জ্বল আচার্য প্রমুখ। আলোচ্য বিষয় সমাজ, সংস্কৃতি, লিটল ম্যাগ ও রামধনু নিয়ে বক্তব্য রাখেন জয়ন্ত চক্রবর্তী, কৃষ্ণা ব্রজবাসী,  মানিক সাহা প্রমুখরা


পত্রিকার সম্পাদক মৃগাঙ্ক সরকার দীর্ঘ পাঁচ বছরে রামধনুর কাটিয়ে আসা স্মৃতিচারণ করেন।সম্পাদক সহ সদস্যরা জানায় শিশু কিশোরদের সাহিত্য সংস্কৃতির সাথে আরো বেশি করে যুক্ত করতেই এই পত্রিকার প্রকাশ হয়ে আসছে। 

এই করোনা পরিস্হিতির মাঝেও সাহিত্য কে বাঁচিয়ে রাখতে সাহিত্যের মাধ্যমে মানুষের হৃদয়ে সাহিত্যের সাত রঙ পৌঁছে দিলো রামধনুর শারদ সংখ্যা।