আজ ফের জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
করোনা সংকটে আচ্ছন্ন দেশ। মার্চ থেকেই করোনার জেরে ব্যহত মানব জীবন। করোনা আবহের মাঝেই একাধিকবার দেশের মানুষের জন্য ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আজ ফের জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল টুইটারে পোস্ট করে সেকথা জানানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দ্যেশে বার্তা দেবেন তিনি বলেই জানিয়েছেন মোদী।
आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।
— Narendra Modi (@narendramodi) October 20, 2020
Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.
এর আগে করোনা কালে একাধিকবার জাতির উদ্দ্যেশে ভাষণে লক ডাউন ঘোষণা, করোনা নিয়ে জনগণকে সচেতনতা সহ একাধিক ঘোষণা করেছেন মোদী। আজকের ভাষণে কি বার্তা দেবেন তা নিয়ে বিস্তারিত কোনো কিছু জানান নি তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊