Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনাকে হারালেন দিলীপ ঘোষ

 


করোনাকে হারালেন দিলীপ ঘোষ



১৬ তারিখ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন তিনি করোনা মুক্ত। ফিরলেন বাড়ি। 


এদিন সকালে সল্টলেক আমরি হাসপাতাল থেকে ছাড়া পান দিলীপ ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শেই তাঁকে আজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


কোভিড মুক্ত হয়ে দিলীপ ঘোষ জানান, এখন স্বাভাবিক আছি। সব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের ধন্যবাদ। একইসঙ্গে আশ্বস্ত করতে চাই যে চিন্তার কোনও কারণ নেই।


তিনি বলেন, আমি একদম সুস্থ। বাড়িতে ক'দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব। পাশাপাশি সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখার আহ্বান জানান দিলীপ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code